নিজস্ব সংবাদদাতা: ভারত সফরে রয়েছে নেপালের ১৬ সদস্যের পুলিশ বাহিনীর প্রতিনিধি দল। সোমবার নয়া দিল্লিতে এসে পৌঁছায় এই দল।
মঙ্গলবার দলটি এসএসবি এর সদর দফতর পরিদর্শন করেছে। দুই দেশের মধ্যেকার অভ্যন্তরীন সম্পর্কের ভীত মজবুত করার লক্ষ্যে ভারত সফরে এসেছে এই দল।