বহিরাগতরা পেলেও ভ্যাকসিন পাচ্ছেন না স্থানীয়রা, বিক্ষোভ মহিলাদের

author-image
Harmeet
New Update
বহিরাগতরা পেলেও ভ্যাকসিন পাচ্ছেন না স্থানীয়রা, বিক্ষোভ মহিলাদের

হরি ঘোষ, দুর্গাপুর: বহিরাগতরা ভ্যাকসিন পেয়ে গেলেও স্থানীয়রা এখনো ভ্যাকসিন থেকে বঞ্চিত। এরই প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। কাঁকসার রক্ষিতপুর স্বাস্থ্য কেন্দ্রে বুধবার দুপুরে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ আশপাশের গ্রামের মানুষজন ভ্যাকসিন পেয়ে গেলেও রক্ষিতপুরের অধিকাংশ ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক নাগরিক এবং ১৮ থেকে ৪৫ বছরের নাগরিকরা ভ্যাকসিন থেকে বঞ্চিত। একাধিকবার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এবং স্বাস্থ্য কেন্দ্রে বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। এলাকার মহিলাদের বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ মুখার্জী। ভ্যাকসিনের দাবিতে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে ও স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে স্থানীয় মহিলারা তুমুল বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে যাতে ভ্যাকসিন মেলে সেই ব্যবস্থা করবেন। স্থানীয়দের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহার করছে। একাধিকবার সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা শিপ্রা মন্ডলকে বিষয়টি জানালেও কোন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। এ বিষয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা শিপ্রা মন্ডল জানিয়েছেন বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।