একসঙ্গে তিনটি স্নার্টফোন আনছে Nokia

author-image
Harmeet
New Update
একসঙ্গে তিনটি স্নার্টফোন আনছে Nokia

​নিজস্ব সংবাদদাতাঃ নোকিয়ার নতুন ফোন নোকিয়া এক্সআর২০ লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে rugged build ডিজাইন। সেই সঙ্গে রয়েছে withstand drops। জানা গিয়েছে, জলের ক্ষেত্রে নোকিয়া এক্সআর২০ ফোন রেসিসট্যান্ট। অর্থাৎ নোকিয়া এক্সআর ২০ মডেল আসলে ওয়াটার রেসিসট্যান্ট। এদিকে নোকিয়া এক্সআর২০ ছাড়াও নোকিয়া সি৩০ এন্ট্রি লেভেল স্মার্টফোনও লঞ্চ করেছে নোকিয়া সংস্থা। নোকিয়া সি সিরিজের ফোনগুলির মধ্যে নোকিয়া সি৩০ মডেলেই রয়েছে সবচেয়ে বড় স্ক্রিন এবং সবচেয়ে বেশি শক্তিশালী ব্যাটারি। এছাড়াও লঞ্চ হয়েছে নোকিয়া ৬৩১০ (২০২১) অরিজিনাল ফোনের পর এই মডেলের নির্দিষ্ট সিরিজে এই আপডেটেড এবং আপগ্রেডেড ফোন লঞ্চ করেছে নোকিয়া সংস্থা। এছাড়াও নোকিয়া বেশ কয়েকটি অডিয়ো অ্যাকসেসরিজ যেমন- ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস, মোনো হেডসেট এবং ওয়্যারড হেডফোন লঞ্চ হয়েছে।নোকিয়া একআর২০, নোকিয়া সি৩০ এবং নোকিয়া ৬৩১০ (২০২১)