মা দুর্গার হাতে থাকবে না অস্ত্র! অভিনব ভাবনায় হরিদেবপুর ৪১ পল্লী

author-image
Harmeet
New Update
মা দুর্গার হাতে থাকবে না অস্ত্র! অভিনব ভাবনায় হরিদেবপুর ৪১ পল্লী

নিজস্ব সংবাদদাতা : গোটা বিশ্বে মা দুর্গার অসুর বধের কাহিনী কারো কাছে অজানা নয়। কিন্তু হরিদেবপুর ৪১ পল্লীর দেবী প্রতিমার হাতে এ বছর থাকছে না কোনো অস্ত্র। গুরুত্ব পাচ্ছে মুদ্রা। পুজো কমিটি সূত্রে এমনই জানা যাচ্ছে।





পুজো কমিটির এক সদস্যের কথায়, মণ্ডপটি দেখলে মনে হবে পুরনো কোনো আদি মন্দির পা পথরের মন্দির। তার সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমাও গড়ে উঠছে। এবছরের প্রতিমাটি মাটি নয় পাথরের তৈরি। বিশেষ আকর্ষণ, অস্ত্র থাকছে না। থিম-গোলকধাঁধা। যেখানে মায়ের কাছে পৌঁছনোটাই লক্ষ্য। গোলকধাঁধায় আমরা সকলেই ঘুরছি। কেউ বা লক্ষ্যে পৌঁছতে গিয়ে পড়ে যাচ্ছে। মা দুর্গার কাছে হরিদেবপুর ৪১ পল্লর আবেদন 'সকলকে মানবিক করে দাও।'