নতুন গেমিং মনিটর লঞ্চ করল স্যামস্যাং

author-image
Harmeet
New Update
নতুন গেমিং মনিটর লঞ্চ করল স্যামস্যাং

​নিজস্ব সংবাদদাতাঃ স্যামসাং সম্প্রতি বিশ্বের প্রথম মিনি এলইডি গেমিং মনিটরের লুক প্রকাশ করেছে। গ্লোবাল মার্কেটে লঞ্চও হয়েছে এই গেমিং মনিটর। স্যামসাংয়ের এই গেমিং মনিটরের নাম Odyssey Neo G9। এর মধ্যে রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি। স্যামসাংয়ের এই গেমিং মনিটরে রয়েছে একটি কার্ভড ডিসপ্লে এবং কোয়ান্টাম এইচডিআর ২০০০ সাপোর্ট। এই বিশেষ ফিচার রয়েছে যাতে ব্যবহারকারীরা গেম খেলার সময় অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। অর্থাৎ স্যামসাংয়ের এই মিনি এলইডি গেমিং মনিটর যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২০ সালে লঞ্চ হয়েছিল স্যামসাংয়ের গেমিং মনিটর Odyssey G9। তারই সাকসেসর মডেল হিসেবে চলতি বছর অর্থাৎ ২০২১ সালে লঞ্চ হয়েছে Odyssey Neo G9। স্যামসাংয়ের এই নতুন গেমিং মনিটরে রয়েছে কোয়ান্টাম মিনিএলইডি প্রযুক্তি