হরি ঘোষ, আসানসোল: বেড়াল ছানাকে ছুঁড়ে দেওয়া হল ওপরে। ফুটফুটে সেই ছানা প্রায় ৩০ ফুট ওপর থেকে ছিটকে পড়লো নিচে। এরকম নৃশংস দৃশ্যকে ক্যামেরা বন্দি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিন বন্ধু। নিরীহ জীবকে হত্যার চেষ্টার মধ্যে নাকি আনন্দ লুকিয়ে আছে। এই তাঁদের বক্তব্য। এদিকে পশুপ্রেমী সংগঠনের নজরে যেতেই অভিযোগ দায়ের হল থানায়। পুলিশ আটক করলো আসানসোলের তিন কিশোরকে।
আর এরকমই বর্বরোচিত ঘটনার সাক্ষী রইল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বুধা সুমিত পল্লী এলাকা। এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানা অভিযোগ জানিয়েছেন পশুপ্রেমী সংগঠন ভয়েস লেস। সংগঠনের সম্পাদক সৌরভ মুখার্জি জানান
, আসানসোলের বুধা সুমিত পল্লীর বাসিন্দা সুমন সেনও ও তাঁর আরো দুটি বন্ধু মিলে একটি বিড়াল ছানাকে উপরে ছুঁড়ে ছুঁড়ে খুব মারধর করে ও প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়দের কাছ থেকে ছবি পেয়ে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। সৌরভ মুখার্জির জানান, অভিযুক্ত যুবকদের সঙ্গে কথা বললে তাঁরা জানায় এটা করে তাঁরা খুব আনন্দ পেয়েছে।
এরপরে আসানসোল সাউথ থানাতে একটি অভিযোগ দায়ের করা হয় । যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়।