একাধিক দাবিতে অবরোধ কর্মসূচি কুড়মি সমাজের

author-image
Harmeet
New Update
একাধিক দাবিতে অবরোধ কর্মসূচি কুড়মি সমাজের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: কুড়মিকে এসটি তালিকাভুক্ত করতে হবে। কুড়মি ভাষাকে অষ্টম তপশিলি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ৬ নম্বর জাতীয় সড়ক ও রেল রোকো কর্মসূচি কুড়মি সমাজের।কুড়মি জাতিকে এসটি তালিকাভুক্ত করা সহ তিনটি দাবিকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকেই খরগোপুর গ্রামীণের খেমাশুলিতে রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধ করছে কুড়মি মাহাতো সমাজ।

এসটি তালিকাভুক্ত করার দাবিতে ছোট নাগপুর কুড়মি মাহাতো সমাজের পক্ষ থেকে দক্ষিণ-পূর্ব রেলের টাটা খড়গপুর মেন লাইনে সকাল থেকে কোন ট্রেন চলাচল করছে না। এবং বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ।স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস এবং খড়গপুর টাটা লোকাল বাতিল হয়েছে। এবং ধানবাদ এক্সপ্রেস খেমাসুলিতে আটকে। সঙ্গে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। মূলত তিনটি দাবিকে সামনে রেখেই তাদের এই আন্দোলন। কুড়মি জাতিকে এসটি তালিকাভুক্ত করা, কূড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা, ও সারনা ধর্মের সরকারি কোড চালু করা, মূলত এই তিনটি দাবিকে সামনে রেখে তাদের আজকের এই আন্দোলন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।