কার্গিলে একত্রে প্রাক্তন দম্পতি আমির-কিরণ

author-image
Harmeet
New Update
কার্গিলে একত্রে প্রাক্তন দম্পতি আমির-কিরণ

নিজস্ব সংবাদদাতা: বৈবাহিক জীবনে তারা আলাদা হয়ে গেলেও, কাজের জায়গায় বিচ্ছেদ ঘটেনি আমির খান এবং কিরণ রাওয়ের। সম্প্রতি এই প্রাক্তন দম্পতি পৌঁছে গিয়েছিলেন কার্গিলে। আমির খানের পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা‘র (Laal Singh Chaddha) শুটিংয়ের জন্যেই তাদের এই কার্গিল যাত্রা। মিস্টার পারফেশনিস্ট আমির খান চেয়েছিলেন, আসল লোকেশন থেকেই ছবির শুটিং হোক। তাই অভিনেতার জন্যে স্পেশাল শুটিং শিডিউল করা হয়েছে কার্গিলে।