জয়েনিং লেটার নিয়ে জটিলতা, হতাশ চাকরি প্রার্থীরা

author-image
Harmeet
New Update
জয়েনিং লেটার নিয়ে জটিলতা, হতাশ চাকরি প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে পাওয়া জয়েনিং লেটার নিয়ে জটিলতা এবার পশ্চিম মেদিনীপুরে। খড়্গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জব ফেয়ারের দিন পাওয়া একাধিক চাকুরীপ্রার্থীর অন জব ট্রেনিং এর লেটারে গুজরাটের সানন্দাতে ১৫ তারিখই রিপোর্টিং করার কথা লেখা রয়েছে। কিন্তু এই লেটার চাকুরীপ্রার্থীরা পান ১৫ তারিখ দুপুরে মুখ্যমন্ত্রীর জব ফেয়ার থেকে। পাশাপাশি লেটারে নেই কোন কন্টাক্ট পার্সনের নাম বা নাম্বার, যা নিয়ে হতাশ চাকুরীপ্রার্থীরা।বর্তমানে বাড়িতেই থাকছেন তারা। এই ধরনেরই সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কুশল দে। যেদিন জব লেটার পায় সেদিনই তাকে গুজরাট যাওয়ার কথা বলা হয় লেটারে। কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে গুজরাটের দূরত্ব অনেকটাই।তাই সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই জব লেটার পাওয়ার পরেও হতাশায় ভুগছেন কুশল দে।



ঘটনার খবর জানতে পেরে জটিলতা কাটাতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। কিন্তু এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় কটাক্ষের সুর বিজেপির। বিজেপির রাজ্য নেতা শমিত কুমার দাস এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন।উত্তর দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি৷