চার পাশে হালান্ডের গোল (ভিডিও)

author-image
Harmeet
New Update
চার পাশে হালান্ডের গোল (ভিডিও)

নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার সিটির জার্সিতে দুরন্ত এর্লিং হালান্ড। সিটির জার্সিতে ইতিমধ্যে ভেঙেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক রেকর্ড, গড়েছেন নজির। সম্প্রতি হালান্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সিটির জার্সিতে তাঁর ১৪তম গোল। গোলরক্ষক হয়ে হালান্ডের কাছে বল পৌঁছেছে চারটি পাশে। চকিত শটে গোল করেছেন এর্লিং হালান্ড।