এবার বোলপুর পুরসভার বিরুদ্ধে দায়ের অভিযোগ

author-image
Harmeet
New Update
এবার বোলপুর পুরসভার বিরুদ্ধে দায়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: এবার বোলপুর পুরসভার বিরুদ্ধে দায়ের অভিযোগ।মামলাকারীদের দাবি,  বিল্ডিং প্ল্যান পাশ করাতে গেলেও লাগে অনুদান।  এই গোটা চক্রের মাথা অনুব্রত মণ্ডল। বোলপুর পুরসভার চেয়ারপার্সন ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের মামলা। কাটমানি না পেলে বিল্ডিংয়ের প্ল্যান দেওয়া হত না বলেও জানা যায়। এই অভিযোগ অস্বীকার করেছে পুরসভা।