নিজস্ব সংবাদদাতাঃ ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে পূর্ণ সমর্থন এবং বহুপাক্ষিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএ-র ৭৭ তম অধিবেশনের সভাপতি সিসাবা কোরোসির সাথে তার আলোচনায় একথা বলেন। ইউএনজিএ সভাপতি এবং জয়শঙ্করের মধ্যে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বৈশ্বিক অগ্রগতির জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এজেন্ডা। এক টুইট বার্তায় জয়শঙ্কর লিখেছেন, 'জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের প্রেসিডেন্ট সিসাবা কোরোসির সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। ইউএনজিএ৭৭-এর জন্য তার অগ্রাধিকারের জন্য তাকে অভিনন্দন জানান। তাঁকে ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। বৈশ্বিক অগ্রগতির জন্য এসডিজি এজেন্ডার সমালোচনা নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে ভারতীয় অভিজ্ঞতা রপ্ত করেছেন'।