আর্মেনিয়ায় আজারবাইজানের হামলা অবৈধ: পেলোসি

author-image
Harmeet
New Update
আর্মেনিয়ায় আজারবাইজানের হামলা অবৈধ: পেলোসি

নিজস্ব সংবাদদাতাঃ প্রতিবেশী আর্মেনিয়ায় আজারবাইজানের চালানো হামলাকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। গত সপ্তাহে দুই দেশের সীমান্তে লড়াইয়ে দুই শতাধিক সেনা নিহতের পর আর্মেনিয়ায় সফরে গিয়ে একথা বলেন তিনি। রাজধানী ইয়েরেভানে ন্যান্সি পেলোসি ক্ষোভ জানিয়ে আর্মেনিয়ার ভূখণ্ডে আজারবাইজানের হামলাকে অবৈধ এবং ভয়াবহ বলে বর্ণনা করেছেন। সংঘর্ষের ঘটনায় পুরোপুরি আজারবাইজানের ওপর দোষ চাপিয়ে বলেন, 'এটি স্পষ্ট যে আর্মেনিয়ার ওপর আজেরী হামলার কারণেই সীমান্তে যুদ্ধের সূত্রপাত হয়েছে। এর সুস্পষ্ট তদন্ত হওয়া উচিত। আমরা কঠোরভাবে হামলার নিন্দা জানাচ্ছি'।


পেলোসির বক্তব্যকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুতর আঘাত উল্লেখ করে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর্মেনিয়া-আজারবাইজানের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার জন্য এটি বড় বাধা বলছে দেশটি।