দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর : একদিকে বেহালা রাস্তা, তার সঙ্গে সময় মতো স্কুলে পৌঁছাতে পারছে না পড়ুয়ারা। একই সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষ-সহ পথচারীরা। বারেবারে প্রশাসনে জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই রাস্তা সারাইয়ের দাবি নিয়ে আজ সোমবার ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক পথ অবরোধ করল গোবিন্দনগর বাজার কমিটি ও গ্রামবাসী বৃন্দ।
জানা গিয়েছে, ঘাটাল-পাঁশকুড়া সড়কের গোবিন্দনগর বাজার থেকে চেঁচুয়াহাট পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছর ধরে একেবারে বেহাল। যে রাস্তাটি পলাশপাই খাল বাঁধ নামে পরিচিত। বর্ষার সময় রাস্তার মধ্যে বড় বড় গর্তে জল ভরে কাদায় পরিণত হয়, দুর্ঘটনার শিকার হয় পথ চলতি মানুষ-সহ স্কুল পড়ুয়ারা। শুধু তাই নয়, ওই রাস্তার মধ্যে রয়েছে একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। সেখানেও রোগী নিয়ে আসার সময় সমস্যায় পড়তে হয় অনেকেই। তাই সেই রাস্তা অবিলম্বে পিচ রাস্তা করার দাবী নিয়ে আজ আধ ঘন্টারও বেশি পথ অবরোধ করেন গ্রামবাসীরা। সঙ্গে বাজার কমিটির সঙ্গে ওই এলকার গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী স্কুলের ছাত্র-ছাত্রীরা। পথ অবরোধের পর সেচদপ্তরের ডেপুটেশন দেওয়া হয়।