নিজস্ব প্রতিনিধি-আর কিছুদিনের অপেক্ষা ঢাকে কাঠি পড়ে যাবে, মা আসার অপেক্ষায় দিন গুনছে শিশু থেকে বড়োরা।কোলকাতার পাশাপাশি ত্রিপুরাতেও বিশাল ধুমধামে পুজিত হন দেবী দুর্গা, আগরতলাতে ইতিমধ্যেই তোড়জোড় তুঙ্গে।এবারে আগরতলার বেশিরভাগ শিল্পীরাই পশ্চিমবঙ্গ থেকে এসেছে।আগরতলার রামঠাকুর সংঘ ক্লাবের পুজো ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে আগরতলায়।
এই ক্লাবের থিম হিসেবে গড়ে উঠছে গুজরাটের সোমনাথ মন্দির, প্রায় ৪০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছে এই পুজো মন্ডপ।পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে প্রায় প্রায় ৪০ জন শিল্পী এই মন্ড তৈরি করছেন।ক্লাবের কতৃপক্ষ প্রদীপ সাহা জানান, ৫২ বছর ধরে মহা সারম্বরে এই পুজো উদযাপিত হচ্ছে।সেই সঙ্গে তিনি জানান, প্রায় আড়াই মাস ধরে এই পুজো মণ্ডপের প্রস্তুতি চলছে এবং পঞ্চমীর দিন মূলত এই পুজোর উদ্বোধন হবে।