নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজো বাকি আর মাত্র কয়েকটা দিন। মণ্ডপগুলির পুজোর প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে। ইমপ্যাক্ট শারদ আনন্দ বিগত বছরগুলিতে যেভাবে বাংলার পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে এবারেও তার আয়োজন চলছে। পুজোর প্রস্তুতি কেমন চলছে তা খতিয়ে দেখতে তিলোত্তমা এই মহানগরীতে পা রেখেছেন চিনা কনসাল জেনারেল ঝা লিউ ও চিনের প্রতিনিধিদল। মোট পাঁচটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন তারা। ভারতের সংস্কৃতি, শিল্পীদের কাজে মুগ্ধ হয়ে এ দেশের সংস্কৃতিকে চিনের কোনো এক ফেস্টিভ্যালে কোনো এক সময় তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেন ঝা লিউ। মূলত, তার লক্ষ্য সামাজিক ও সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্কে আরো মজবুত করা।
যে পাঁচটি পুজোর প্রস্তুতি পর্ব খতিয়ে দেখে চিনের প্রতিনিধি দল তার মধ্যে কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ একটি। পুজো মণ্ডপে চিনা কনসাল জেনারেলকে পেয়ে উচ্ছ্বসিত পুজো আয়োজকরা। ঝা লিউকে রেড কার্পেটে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। তরপর চিন থেকে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয় উত্তরীয় ও ফুলের বুকে দিয়ে। ক্লবের তরফে একটি করে মেমেন্টোও তুলে দেওয়া হয় সকলের হাতে। একেকটা পুজো মণ্ডপের এক এক রকমের কাজ দেখে বিস্ময় প্রকাশ করেন তারা। অদূর ভবিষ্যতে ভারতের শিল্পীরা চিনের ফেস্টিভ্যালে যোগ দেবেন কিংবা চিনের শিল্পীরা এদেশে এসে তাদের সংস্কৃতি ভাগ করে নেবেন বলে পরিকল্পনা রয়েছে চিনের কনসাল জেনারেলের। আগামীতে সময় বের করে ফের একবার মণ্ডপগুলি পরিদর্শন করবেন বলেও ইচ্ছা প্রকাশ করেন ঝা লিউ।