কুতুরিয়া জুনিয়র হাইস্কুলে রানী শিরোমনির মূর্তি উন্মোচন করলেন জেলাশাসক

author-image
Harmeet
New Update
কুতুরিয়া জুনিয়র হাইস্কুলে রানী শিরোমনির মূর্তি উন্মোচন করলেন জেলাশাসক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : সোমবার বেলা ১১ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কুতুরিয়া জুনিয়র হাইস্কুলে কর্ণগড়ের রানী শিরোমনির মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন জেলাশাসক আয়েশা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী তথা জেলা পরিষদের বনভূমি কর্মাধক্ষ নেপাল সিংহ, বিডিও প্রণয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, ব্লক পূর্ত কর্মদক্ষ সন্দীপ সিংহ সহ স্থানীয় সমাজসেবী এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ।

 পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। এই দিন স্কুলে পতাকা উত্তোলন এবং বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে মূর্তি উন্মোচন করলেন জেলাশাসক। পাশাপাশি বিদ্যালয়ের নবনির্মিত সাংস্কৃতিক প্রেক্ষাগৃহেরও ফিতে কেটে উদ্বোধন করেন জেলাশাসক। এই দিন জেলাশাসক বক্তব্য রাখতে গিয়ে রানী শিরোমনির বিভিন্ন ইতিহাস তুলে ধরেন, পাশাপাশি এইরকম সুন্দর একটি বিদ্যালয় প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে সেই সব বিষয় নিয়ে শিক্ষক - শিক্ষিকাদের বাহবা দেন তিনি। পাশাপাশি আগামী দিনে এই বিদ্যালয়ের পাশে জেলা প্রশাসন থাকবে, এই আশ্বাস দেওয়া হয়।