নিজস্ব সংবাদদাতা : চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের স্নানের ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেফতার তিন। এর মধ্যে রয়েছে মূল অভিযুক্ত ছাত্রীটিও। ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব।
তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করে, উচ্চ-স্তরের তদন্ত করা হবে। ৩-সদস্যের সিট গঠন করা হয়েছে। সিনিয়র আইপিএস অফিসার গুরপ্রীত দেও-এর তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা করা হবে।