নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যার রাম জন্মভূমি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে প্রয়াগরাজ হাইওয়েতে ভারত কুণ্ডের কাছে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী যোগীর মন্দির। পুজোও শুরু হয়ে গিয়েছে। সকাল-সন্ধ্যা এখানে আরতি করা হচ্ছে। প্রসাদ দেওয়া হচ্ছে বলে খবর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্দির তৈরি হয়েছে অযোধ্যা-গোরক্ষপুর হাইওয়েতে। বিশেষ বিষয় হল, প্রভু শ্রী রামের ভ্রাতুষ্পুত্র ভরত নির্বাসনে যাওয়ার সময় তাঁর ভাইয়ের অবস্থান যে জায়গায় রেখেছিলেন, সেখানেই এই মন্দির তৈরি করা হয়েছে।