নিজস্ব সংবাদদাতাঃ রবিবার এক অনন্য রেকর্ড গড়েছেন আর্সেনালের ফুটবলার। মাত্র পনেরো বছর বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে ইথান নাওয়ানেরির। গতকালে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয়েছে তাঁর। অভিষেককালে ইথানের বয়স ছিল ১৫ বছর ১৮১ দিন। এর আগে এই রেকর্ড ছিল হার্ভে এলিওটের কাছে। ১৬ বছর বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল তাঁর।