নিজস্ব সংবাদদাতাঃ
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথের শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। এদিকে এই অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র মুড়ে ফেলা হয়েছে ব্রিটেনকে। জানা গিয়েছে, ৫,৯৪৯ জন সেনা, বিমান বাহিনী ও নৌবাহিনীর সেনা মোতায়েন করা হয়েছে । ১৫০ জন সৈন্য গার্ড অফ অনার দেবে। ৪১০ জন সৈন্য শোভাযাত্রায় যোগ দেবেন। ১০ হাজারেরও বেশি পুলিশ লন্ডনের বাকি ব্যবস্থাগুলি পরিচালনা করবে। আপত্তিকর পরিস্থিতি এড়াতে হিথ্রো বিমানবন্দরে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি ১২৫ টি প্রেক্ষাগৃহে সরাসরি সম্প্রচারিত হবে।