নিজস্ব সংবাদদাতা : পরিবেশ বান্ধব মূর্তি কিংবা পরিবেশ বান্ধব মণ্ডপের কথা তো শুনেছেন, কিন্তু পোষ্য বান্ধব পুজো মণ্ডপের কথা শুনেছেন কখনো? ২০২২-এর দুর্গাপুজোয় এমনই মণ্ডপ দেখা যাবে উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজো প্রাঙ্গণে। এবছর তাদর থিম অনন্ত আশ্রয়। সারমেয়দের নিয়ে অনেকেরই অনেক সমস্যা রয়েছে। এই অবহেলিত প্রাণীগুলিই এবছর থিমের অঙ্গ। কীভাবে তাদের সঙ্গে ব্যবহার করা উচিত, সেই পাঠই পড়াবে বিধান সরণি অ্যাটলাস ক্লাব। অন্যতম আকর্ষণীয় বিষয় হল, দেবীর পায়ের কাছে যে স্থানে অসুর অবস্থান করে, সেই স্থানে অসুরের পরিবর্তে প্রতিমার পাশে রয়েছে দুটি সারমেয়। দেখলে বোঝা যায় যে তারা মায়ের কাছে প্রার্থনা করছে। অনেক গাড়ি চালকই রয়েছেন যাদের গাড়ির চাকায় পিষ্ট হয় অবলা জীবগুলো। তারওপর স্ট্রিট ডগদের প্রতি অবহেলা ও বিদেশি কুকুরদের নিয়ে মাতামাতির বিষয়টিও রয়েছে। এঅ সব মিলিয়েই সমাজ সচেতনতায় এগিয়ে এসেছেন পুজো উদ্যোক্তারা।
থিমটি বিতর্কের মুখে পড়তে পারে বা এটা নিয়ে অনেক ধরণের কথাই হতে পারে তা জানার পরেও সকলের চোখে চোখ রেখে এহেন সামাজিক বিষয়টি উথ্থাপনের সাহস দেখিয়েছেন পুজো উদ্যোক্তারা। শুধু তাই নয়, প্রিয় পোষ্যটিকে নিয়ে প্যান্ডেল হপিংয়েরও সুযোগ দিচ্ছে এই পুজো কমিটি। প্রতিপদের দিন থেকে তৃতীয় অবধি পশুপ্রেমীরা তাদের পষ্যটিকে নিয়ে আসতে পারেন।পোষ্যর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। চতুর্থীর পর থেকে কেউ যদি পোষ্য নিয়ে পুজো মণ্ডপে আসতে চান, সে জন্য থাকবে হেল্পলাইন নম্বর। পোষ্য আনলে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সে ব্যবস্থা থাকবে।