করোনার জের, মুক্ত বাতাসে উড়তে পারছে না ১০টি শকুন

author-image
Harmeet
New Update
করোনার জের, মুক্ত বাতাসে উড়তে পারছে না ১০টি শকুন

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ করোনা বিধি নিষেধের জের। মুক্ত আকাশে ডানা মেলতে পারছে না আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের শকুন প্রজনন কেন্দ্রের  দশটি শকুন। জন্ম নেওয়ার পর আকাশে উড়ে যাওয়ার সাধারন বয়স ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে কিন্তু আর মুক্ত আকাশে উড়ে যাওয়া হচ্ছে না। তবে করোনা বিধি নিষেধ উঠে গেলেই আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের শকুন প্রজনন কেন্দ্র থেকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে দশ শকুনকে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া এই খবর জানিয়েছেন। উল্লেখ্য ২০২০ সালে দুই দফায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে কয়েকটি শকুন মুক্ত আকাশে ডানা মেলেছে। স্যাটেলাইট ট্যাগ লাগানো ওই সব শকুনেরা পরিবেশে মিশে গেছে। ওই সফলতায় ভর করে ফের তৃতীয় দফায় এই শকুন প্রজনন কেন্দ্র থেকে দশ শকুনকে আকাশে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া বলেন, " রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে আমাদের ১০ শকুন আকাশে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা বিধি নিষেধের কারনে তাদের ছাড়া হচ্ছে না। বিধি নিষেধ উঠে গেলেই তাদের মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে। " তবে বন দফতর সূত্রে জানা গিয়েছে যেভাবে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাতে রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে জন্ম নেওয়া দশ শকুন ঠিক কবে মুক্ত আকাশে উড়ে যেতে পারবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে।