নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রাজবধূ এখনকার কুইন কনসর্ট ক্যামিলা রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষশ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাঁর হাসি ভোলার নয়। ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা। রবিবার রানিকে শ্রদ্ধা জানিয়ে দেওয়া বার্তায় ক্যামিলা বলেন, ‘তিনি চিরকালের জন্য আমাদের জীবনের অংশ হয়ে গেছেন। আমার বয়স ৭৫। আমি রানি ছাড়া আর কাউকে মনে করতে পারছি না।’ ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান। রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর সিংহাসনে ছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করেছেন তিনি। কুইন কনসর্ট ক্যামিলা রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে বলেন, ‘তিনি ছিলেন পুরুষশাসিত বিশ্বে “একক নারী”। এটা তাঁর জন্য নিশ্চয়ই কঠিন ছিল। ওই সময় নারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন না। তিনিই ছিলেন একমাত্র নারী। তাই আমার মনে হয়, তিনি তাঁর দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন।’
ক্যামিলা তাঁর দেওয়া বার্তায় আরও বলেছেন, ‘রানির ছিল সুন্দর নীল চোখ। তিনি যখন হাসতেন, তা তাঁর পুরো চেহারায় ফুটে উঠত। আমি সর্বদা তাঁর হাসি স্মরণ করব। সেই হাসি সহজে ভোলার নয়।’