নিজস্ব সংবাদদাতাঃ রবিবার পূর্ব লিসেস্টারে দুই জনকে গ্রেপ্তার করা হয়, যখন একদল যুবক অপরিকল্পিতভাবে বিক্ষোভ শুরু করে, তখন সংঘর্ষ শুরু হয়, লিসেস্টারশায়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। লিসেস্টারশায়ার পুলিশ তাদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা এক বিবৃতিতে জানিয়েছে, "দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে- সহিংস বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে একজন এবং ব্লেডযুক্ত একটি আর্টিকেল রাখার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখনো পুলিশ হেফাজতে আছে'। যুক্তরাজ্যের লিসেস্টার সিটিতে পাকিস্তানি সংগঠিত দলগুলোকে হিন্দুদের ভাংচুর ও সন্ত্রাস করতে দেখা যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও প্রতিবেদন ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটেছে। এই ঘটনাটি শহরের পূর্ব অংশে সহিংসতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে।