নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগরোদ অঞ্চলে যুদ্ধ নিয়ে ভাবনা এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে অঞ্চলটির অবস্থান। ইজিউম থেকে পিছু হটা রুশ সেনারা বেলগরোদের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দিনে বেশ কয়েকবার আকাশ প্রতিরক্ষার সংকেত বেড়ে ওঠে। শহরটি আরও একবার শরণার্থীতে ভরে গেছে। আর সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার সেনারা চোখে দেখা যায় এমন দূরত্বে অবস্থান করছে। সূত্রে খবর, বেলগরোদের অচেনা রাস্তায় তিন রুশ সেনা ঘুরে বেড়াচ্ছিল। তারা ওসেটিয়া থেকে আসা। তাদেরকে দেখে মনে হয়েছে তারা মাতাল অথবা ক্লান্ত। তারা খাবারের খোঁজ করছিল। বেলগরোদের প্রাণকেন্দ্রে সেনারা শীতের সরঞ্জাম মজুত করছে। যা ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আগামী কয়েক মাস বা আরও বেশি সময় চলতে পারে।