নিজস্ব সংবাদদাতাঃ লাইনে ধস নামার কারণে বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রংটং-তিনধারিয়া সেকশনের মধ্যে ধসের কারণে ট্র্যাকের ক্ষতি হয়েছে। সেই কারণে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। প্রবল বৃষ্টিতে ধসের জেরে বন্ধ ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশও। পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসা মার খাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। টয় ট্রেন পরিষেবা চালু করার জন্য জোর কদমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।