নিজস্ব সংবাদদাতাঃ কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্ত সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। রবিবার দেশ দুটির পক্ষ থেকে নিহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। সংঘাতের দ্বিতীয় দিনে ভঙ্গুর যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। দুই দেশের মিত্র রাশিয়া উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর সাবেক এই দুই সোভিয়েত রাষ্ট্র সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। একে অপরের বিরুদ্ধে ট্যাংক, মর্টার, রকেট, কামান ও আক্রমণের ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ এনেছে।
রবিবার কিরগিজস্তান জানিয়েছে, সংঘাতে নিহতের সংখ্যা ৪৬ জন। সংঘাত কবলিত এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই দিনে তাজিকিস্তান জানিয়েছে, সংঘাতে তাদের ৩৫ জন নিহত হয়েছে। তবে সীমান্ত থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কোনও কথা জানায়নি তারা।