কেন্দ্র বিন্দুতে পুলিশ, দুই মেরুতে তৃণমূল-বিজেপি

author-image
Harmeet
New Update
কেন্দ্র বিন্দুতে পুলিশ, দুই মেরুতে তৃণমূল-বিজেপি
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল। পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বেঁধেছিল। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের আটকাতে ব্যারিকেডের পাশাপাশি জল কামান এবং টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। এমনকি এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে রবিবার মেদিনীপুর শহরে ধিক্কার মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। শহরের রিং রোড পরিক্রমা করে এই মিছিল। সামনে ছিল অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর মুখোশ পরিহিত দুই ব্যক্তি। শুভেন্দুর মুখোশ পরিহিত ব্যক্তির গায়ে পোস্টারে লেখা ছিল 'ডোন্ট টাচ মাই বডি'। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ সিংহ বলেন, "বিজেপি নবান্ন অভিযানে দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশকে মারধর এবং পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসলে লোকজন জমায়েত না হওয়ায় গুন্ডাগিরি করে প্রচারে আসতে চাইছিল।"

অন্যদিকে নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানোর অভিযোগে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। রবিবার বিকেলে বিজেপি কর্মীরা থানার গেটের সামনে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি সুজিত জানা-সহ অন্যান্যরা। সুজিত বলেন, "মিছিলে পুলিশের নির্বিচার অত্যাচারে বহু কর্মী আহত। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন। পুলিশি অত্যাচারের প্রতিবাদেই এদিন বিক্ষোভ কর্মসূচী হয়।"