নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই দূর্গোপূজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গ্রাম থেকে জেলা ও রাজ্যজুড়ে। প্রতি বছর পুজোতে নতুন নতুন থিম এবং রং-বাহারি প্যান্ডেল ও প্রতিমা দর্শকদের উপহার দিয়ে নজর কাড়তে চান পুজো মণ্ডপগুলির উদ্যোক্তারা। এই বছরের মেদিনীপুর ছোট বাজার দুর্গোৎসব কমিটির পুজোর থিম ঠিক হয়েছিল বুর্জ খলিফা। কিন্তু বুর্জ খলিফা করতে বাধা পুলিশ প্রশাসনের।
তাই দর্শক টানতে এবারে সোনায় মোড়া 'বুর্জ আল আরব' উপহার দিতে চাইছে মেদিনীপুরের ছোটো বাজার দুর্গোৎসব কমিটি। প্রায় ১৪০ ফুট উচ্চতার বুর্জ খলিফা না হলেও, ৮০ ফুট উচ্চতার বুর্জ আল আরব তৈরি করে দর্শকদের উপহার দিতে চায় পুজো কমিটি। দীর্ঘ করোনাকাল কাটিয়ে অবশেষে আগের মতো পুজো হতে চলায় দর্শকদের মধ্যে ভিড়, উচ্ছ্বাস থাকবে এই মণ্ডপকে ঘিরে বলে মনে করছেন উদ্যোক্তারা। বৃষ্টির মধ্যেই এই মন্ডপের কাজ দ্রুতগতিতে সেরে ফেলতে চাইছেন তাঁরা। এই মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকবে নতুনত্ব। কলকাতার কুমোরটুলি থেকে সাবেকি প্রতিমা এবারে আনা হচ্ছে এই মন্ডপে। ইতিমধ্যেই খুশিতে বুক বেঁধেছেন মেদিনীপুরের পুজোপ্রেমী মানুষ।