নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে বক্সিংয়ে মহিলাদের মিডলওয়েট বিভাগে রাউন্ড অফ ষোলোর লড়াইয়ে আলজেরিয়ার ইচরাক চাইবকে ৫-০ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের পূজা রানি। শেষ ষোলোর এই লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একাধিপত্য দেখিয়েছেন হরিয়ানার পূজা। প্রতিপক্ষকে ম্যাচে প্রত্যাবর্তন করার কোনও সুযোগই দেননি ভারতের তারকা বক্সার।