old_সর্বশেষ খবর প্রধানমন্ত্রীর পর বিধায়কের জন্মদিন পালন Harmeet 18 Sep 2022 18:24 IST Follow Us New Update হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দুপুরের খাবার বিতরণ করলেন বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। শনিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।আর রবিবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের জন্মদিন। জন্মদিনে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে বিধায়কের এই মানবিক উদ্যোগ। পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এইদিন প্রায় ২০০ জন মানুষকে কেক কেটে দুর্গাপুর স্টেশন এলাকায় মধ্যাহ্ন ভোজ করানো হয়। বিধায়কের এই মানবিক রূপে খুশি দুঃস্থ মানুষেরা। bjpmla birthdaycelebration Durgapur parijatganguly laxmanghorui narendramodi Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন