Lumpy virus: রাজ্যে ১২৬টি গবাদি পশুর মৃত্যু

author-image
Harmeet
New Update
Lumpy virus: রাজ্যে ১২৬টি গবাদি পশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের ২৫টি জেলায় লাম্পি রোগে আক্রান্ত হয়ে ১২৬টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। পশুপালন মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল বলেছেন যে লাম্পি গবাদি পশুদের টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও এই রোগে আক্রান্ত প্রাণীদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে, যাতে লাম্পি রোগের বিস্তার রোধ করা যায়। 







পশুপালন কর্মকর্তা শচীন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, জলগাঁও জেলায় ৪৭টি, আহমেদনগর জেলায় ২১টি, ধুলেতে দুটি, আকোলায় ১৮টি, পুনেতে ১৪টি, লাতুরে দুটি, সাতারাতে ছয়টি, বুলধানায় পাঁচটি, অমরাবতীতে সাতটি, সাঙ্গলিতে একটি গবাদি পশু মারা গেছে।