তিন দশক পর নতুন সিনেমা হল পেল জম্মু ও কাশ্মীর

author-image
Harmeet
New Update
তিন দশক পর নতুন সিনেমা হল পেল জম্মু ও কাশ্মীর

নিজস্ব সংবাদদাতা : রবিবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলওয়ামা এবং শোপিয়ানে বহুমুখী সিনেমা হলের উদ্বোধন করলেন। এরপর টুইটে দিনটিকে ঐতিহাসিক দিনের তকমা দিয়ে তিনি বলেন,“উপত্যকার জন্য এটি একটি ঐতিহাসিক দিন! পুলওয়ামা এবং শোপিয়ানে বহুমুখী সিনেমা হলের উদ্বোধন হল। এটি মুভি স্ক্রিনিং, ইনফোটেইনমেন্ট এবং যুবকদের দক্ষতার মতো সুবিধা প্রদান করে।”



 

জঙ্গি ক্রিয়াকলাপের জেরে উদ্ভূত প্রতিকূল পরিস্থিতিতে ১৯৯০ সাল থেকে উপত্যকার সিনেমা হলগুলি বন্ধ ছিল। অনেকদিন পর আবার বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলেন উপত্যকাবাসী। মাল্টিপ্লেক্সটি INOX দ্বারা ডিজাইন করা হয়েছে। সিনেমা হলে কাশ্মীরি হস্তশিল্প ‘খাটমবন্দ’ এবং ‘পেপিয়ার মাচে’ ব্যবহার করা হয়েছে।