নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার তাঁর দলের সাংসদ, বিধায়ক এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম আম আদমি পার্টি (এএপি) জাতীয় সম্মেলনে ভারতকে বিশ্বের এক নম্বর দেশ করার জন্য একটি ছয় দফা এজেন্ডা ঘোষণা করেছেন।
ওই ছয় দফা এজেন্ডায় তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন - ১. সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা, ২. ভারতে দারিদ্র্য দূর করতে পাঁচ বছর, ৩. প্রত্যেক যুবকের কর্মসংস্থান, ৪. নারীদের জন্য নিরাপত্তা ও সমান সুযোগ, ৫. বিশ্বমানের পরিকাঠামো এবং ৬. কৃষকদের জন্য ফসলের সম্পূর্ণ মূল্য।