নিজস্ব সংবাদদাতাঃ ছোটরা শুধু পুতুল খেলে। বড়রা নাকি খেলে না। ট্যাংরার বাসিন্দা দিলীপ মণ্ডলের বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে পুতুল নিয়ে বাড়াবাড়ি বেড়েছে, বৈ কমেনি। উঠতে-বসতে পুতুল। বাজার-হাটে পুতুল। বউয়ের হাতে পুতুল। এমনকি ছেলেকেও ধরিয়েছেন পুতুলের নেশা। এটা অবশ্য ভাল নেশাই বটে। দিলীপবাবুর হাতে পড়ে আরও ভাল হয়ে উঠেছে। নেহাত খেলা নয়, পুতুল দিয়ে মানুষের উপকার করছেন। মানুষের পাশে দাঁড়াচ্ছেন। একটু খেলিয়ে দেখলে বোঝা যাবে বড় মানুষের এই পুতুল খেলা ব্যাপারটি ঠিক কী। করোনা নিয়ে নানান মজার পুতুল নাটক। বাজারে স্কুলে পাড়ায় এমনকি হাসপাতালেও দেখাচ্ছেন। রিস্ক নিচ্ছেন। পরিবারের সবাই। ছেলে এখন আবহ সঙ্গীত আর ভিডিও তোলার দায়িত্বে। কারণ লকডাউন ভার্চুয়াল পাপেট শো তো চালু রাখতে হবে।