খনিগর্ভে মৃত্যু ইসিএল শ্রমিকের, জখম ২

author-image
Harmeet
New Update
খনিগর্ভে মৃত্যু ইসিএল শ্রমিকের, জখম ২

হরি ঘোষ, জামুড়িয়া : খনিগর্ভে কর্মরত অবস্থায় এক ইসিএল শ্রমিকের মৃত্যু। দুইজন গুরুতর আহত। আহতদের মধ্যে একজনকে ইসিএল এর কালনা হসপিটালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিক ও স্থানীয়রা। ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জন্য এই দুর্ঘটনা বলে শ্রমিক সংগঠনের দাবি।



শ্রমিক সংগঠনের নেতা সন্দীপবাবু জানান, রবিবার ভোর পাঁচটা চল্লিশ নাগাদ খনি গর্ভে কয়লার চালে ধসের জেরে সওদাগর ভুঁইয়া, নরেশ রায়, বিশ্বনাথ রায় কয়লা চাপা পড়ে যায়। নরেশ রায় ও বিশ্বনাথ রায়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হলেও সওদাগর ভুঁইয়া ঘটনা স্থলেই মারা যান। সন্দীপবাবু অভিযোগ করেন প্রতিদিন, খনিগর্ভে দুইজন মাইনিং সর্দার থাকার কথা। প্রথমে কয়লার চাল পরীক্ষা করার পর ব্লাস্টিংয়ের জন্য ড্রিল করা হয়। কিন্তু গতকাল একজন মাত্র মাইনিং সর্দার খনিগর্ভে ছিলেন। তাছাড়া খনিগর্ভে কয়লার চাল পরীক্ষা করার জন্য কেউ ছিল না। এই ঘটনার জন্য তিনি ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ি করেছেন।