বাংলাদেশ সীমান্ত ঘেঁষে চলছে গোলাগুলি

author-image
Harmeet
New Update
বাংলাদেশ সীমান্ত ঘেঁষে চলছে গোলাগুলি

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে মুহুর্মুহু গুলিবর্ষণ হচ্ছে। বারবার মিয়ানমার সীমান্ত লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়েও তা মানছে না। বরং বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে প্রতিদিনই আকাশে উড়ছে মিয়ানমারের হেলিকপ্টার। বাংকার থেকে ছোড়া গোলার বিকট শব্দে কাঁপছে এপারে নাইক্ষ্যংছড়ির তুমব্রু, বাইশাফাঁড়ি, রেজু গর্জনবনিয়া, আমতলিসহ পুরো সীমান্ত এলাকা। মাঝে মাঝেই মিয়ানমার থেকে ছোড়া গোলা, মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। বিপদের মধ্যে রয়েছে ‘নো ম্যান্স ল্যান্ডে’ আশ্রয় নেওয়া সাড়ে চার হাজার রোহিঙ্গাসহ স্থানীয় বাসিন্দারা। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তিন দফা তলব করে প্রতিবাদ জানানো হলেও থামেনি তাদের আগ্রাসী তৎপরতা। আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমারের প্রতিশ্রুতি ভঙ্গ ও সীমান্ত লঙ্ঘনের বিষয়টি আলোচনায় তুলবে বাংলাদেশ। বাংলাদেশ যুদ্ধ চায় না। শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।