নিজস্ব সংবাদদাতা পাণ্ডবেশ্বর : রবিবার সকালে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নদিয়া ধীবরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া গ্রামে। নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় নদিয়া ধীবরের দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। পাশাপাশি তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় ও দক্ষ নেতা । ওনার স্ত্রী একজন প্রতিষ্ঠিত উকিল।
ছোরা গ্রামের বাসিন্দা কিশোর চক্রবর্তী জানান, 'প্রত্যেক দিনের মতোই আজ সকালেও নদিয়াবাবু তার কাজের জন্য নির্দিষ্ট অফিস খুলে বাড়ি ফিরেছিলেন। তিনি বলেন, তারপরই শোনা যায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে । সঙ্গে সঙ্গে নদিয়া বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।' স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক অবসাদে ভুগছিলেন নদীয়া বাবু । আর এই মৃত্যুর কারণ মানসিক অবসাদই হতে পারে। তবে ঠিক কি কারণে মৃত্যু, মৃত্যুর পেছনে আর কি কি কারণ আছে সমস্ত বিষয় ময়নাতদন্তের পর সামনে আসবে বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।