নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ বন্যার ফলে পাকিস্তানের এক-তৃতীয়াংশ জলমগ্ন হয়ে পড়েছে। যার ফলে এখনও পর্যন্ত পাকিস্তানের ১৫০০ এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এই পরিস্থিতিতে নতুন করে আশঙ্কা সৃষ্টি হচ্ছে বন্যা পরবর্তী রোগের প্রভাবকে কেন্দ্র করে। ইতিমধ্যেই পাকিস্তানের বহু মানুষ বন্যা পরবর্তী রোগে আক্রান্ত হয়েছেন। এবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।