তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৪% থেকে ১০% করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৪% থেকে ১০% করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

​নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) ঘোষণা করেছেন যে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ চার শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী সপ্তাহে এই পলিসি বাস্তবায়ন করা হবে। হায়দ্রাবাদের এনটিআর স্টেডিয়ামে ‘আদিবাসী অথমিয়া সম্মেলনম’-এ বক্তৃতার সময় তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা এই ঘোষণা করেন। 




তিনি এদিন বলেন,'আমি আজকে অনেক খুশি।অভিনন্দন এবং শুভকামনা সমস্ত আদিবাসী এবং আদিবাসী উপজাতিদের। আমরা আদিবাসী ও আদিবাসীদের জন্য হায়দ্রাবাদ শহরের কেন্দ্রস্থলে বানজারা পাহাড়ে ৬০ কোটি টাকা ব্যয় করে কুমরাম ভীম আদিবাসী এবং সেবালাল বানজারা ভবন নির্মাণ করেছি।'