রানীর কফিনের পাশে নীরব পাহারা দিচ্ছে তাঁর ৮ নাতি- নাতনি

author-image
Harmeet
New Update
রানীর  কফিনের পাশে নীরব পাহারা দিচ্ছে তাঁর ৮ নাতি- নাতনি

নিজস্ব  সংবাদদাতাঃ রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি-নাতনিদের সবাই শনিবার তার কফিনের পাশে নীরব নজরদারিতে দাঁড়িয়ে ছিলেন। যেখানে হাজার হাজার লোক রানীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। অনেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ধরে লাইনে দারিয়েছিলেন বলেও জানা গিয়েছে।  রানীকে বিদায় জানাতে ইচ্ছুক মানুষের জোয়ারে সংসদের ওয়েস্টমিনস্টার হল প্রবাহিত হয়। 







 



তাদের ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে, রাজা তৃতীয় চার্লস এবং তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম শনিবার এলিজাবেথের কফিনের পাশ দিয়ে যাওয়ার জন্য অপেক্ষারত লোকদের অভ্যর্থনা জানান। তাদের সঙ্গে হাত মেলান এবং ল্যামবেথ ব্রিজের কাছে লাইনে দাঁড়িয়ে শোকার্তদের ধন্যবাদ জানান। পরে রাণীর নাতি-নাতনিরা সবাই তার কফিনের পাশে এসে দাঁড়ায়। উইলিয়াম এবং প্রিন্স হ্যারি, চার্লসের পুত্র, প্রিন্সেস অ্যানের সন্তান, জারা টিন্ডাল এবং পিটার ফিলিপসের সাথে যোগ দিয়েছিলেন; প্রিন্স অ্যান্ড্রুর কন্যা, প্রিন্সেস বিট্রিস এবং প্রিন্সেস ইউজেনি; এবং প্রিন্স এডওয়ার্ডের দুই সন্তান - লেডি লুইস উইন্ডসর এবং জেমস, ভিসকাউন্ট সেভারন।