নিজস্ব সংবাদদাতাঃ অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তান গম ও ময়দার দাম ১০-২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বলে জানা যায়। সুত্রের খবর, গম ও গমের আটার দাম ১০-২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অক্টোবরে প্রধান ফসলের বীজ বপনের ক্ষেত্রে সম্ভাব্য বিলম্বের জন্য এবং পরবর্তী চাষের মৌসুমে পাক সরকার কর্তৃক শস্যের সহায়ক মূল্য প্রতি এই দাম বেড়েছে বলে জানা গিয়েছে।