পুজোর আগে রেহাই নেই বৃষ্টির হাত থেকে

author-image
Harmeet
New Update
পুজোর আগে রেহাই নেই বৃষ্টির হাত থেকে

নিজস্ব সংবাদদাতাঃ  রবিবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে মঙ্গল থেকে বুধবারের মধ্যে নিম্নচাপের সম্ভাবনা। সমুদ্র উত্তাল হবে, মঙ্গলবার রাতের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ। বুধবার থেকে বাংলা ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে যেতে মানা মৎস্যজীবীদের। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। 








আগামী মঙ্গলবার এর মধ্যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি। এই জেলাগুলির সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।