১৪ মিনিটেই লাল কার্ড, এগিয়ে বার্সেলোনা

author-image
Harmeet
New Update
১৪ মিনিটেই লাল কার্ড, এগিয়ে বার্সেলোনা

নিজস্ব সংবাদদাতাঃ এলচের বিরুদ্ধে এগিয়ে রয়েছে বার্সেলোনা। শনিবার লা লিগার ম্যাচের এলচির বিরুদ্ধে মাঠে নেমেছে বার্সেলোন । খেলা শুরু হওয়ার ১৪ মিনিটের মাথায় লাল কার্ড দেহে মাঠ ছাড়েন এলচের ফুটবলার গঞ্জালো ভেরদু। 

দশজনের প্রতিপক্ষের বিরুদ্ধে অনেকটা সুবিধা পেয়ে গিয়েছে বার্সা। ৩৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। ৪১ মিনিটে মেমফিস ডিপের গোল। বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে বার্সেলোনা।