শুধুমাত্র হাত দিয়ে যন্ত্রপাতির সাহায্যে মণ্ডপ শয্যার কাজ চালাচ্ছে বাবুলবোনা সার্বজনীন

author-image
Harmeet
New Update
শুধুমাত্র হাত দিয়ে যন্ত্রপাতির সাহায্যে মণ্ডপ শয্যার কাজ চালাচ্ছে বাবুলবোনা সার্বজনীন

মানালী দত্ত পাত্র, মুর্শিদাবাদঃ বহরমপুর বাবুলবোনা সার্বজনীন দুর্গাপূজো কমিটি এবার ৬৪ বছরে পদার্পণ করল। এবারে এই পুজোর থিম ইজিপ্টের কমঅম্ব টেম্পল। বহরমপুর শহরের বাসিন্দারা কোনওমতেই মিস করতে চান না এই পুজো দেখতে। প্রতি বছরই অভিনবত্ব থাকে এই কমিটির পক্ষ থেকে। মধুপুর রোডে ৩৪ নং রাজ্য সড়কের এক ধারে অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় মন্ডপ সজ্জা। বনকাপাসি সাজে প্রতিবারই মা সেজে ওঠেন। 

থার্মোকল ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় কাপড়ের তৈরী মন্ডপকে চট দিয়ে ঢেকে তার উপর রং স্প্রে করে কারুকার্য করা হবে। মন্ডপ তৈরী হচ্ছে প্লাস্টার ওফ প্যারিসের ব্যবহারে। তার উপর ইজিপসিয়ান ভাস্কর্যগুলি চিত্রিত করে নেওয়ার পর তার উপর সিমেন্ট দিয়ে যন্ত্রের সাহায্যে রূপ দেওয়া হচ্ছে। শিল্পীদের অসাধারণ শিল্পীসত্ত্বা ফুটে উঠছে মন্ডপ সজ্জায়। প্রায় দুমাস আগে থেকে শুরু হয়েছে মন্ডপ সজ্জা ও প্রতিমা তৈরীর কাজ। বৃষ্টি বাধ সাধছে কাজে। তবুও দিবারাত্রি এক করে শিল্পীরা তাঁদের কাজ করে চলেছেন। 

কালচারাল সেক্রেটারি জয়ন্ত মহারানা এবং পরিচালন কমিটির উদ্যোক্তা অরুণ সিং জানান, কোনো মেশিন ব্যবহার না করে শুধুমাত্র হাত দিয়ে যন্ত্রপাতির সহযোগে পুরো মন্ডপের কাজ চলছে। প্লাস্টার অফ প্যারিসের উপর সিমেন্ট বালি দিয়ে খোদাই করে মন্ডপের সজ্জা করা হচ্ছে। পুজো পরিচালন কমিটির উদ্যোক্তা মিঠু জৈন জানান, যেহেতু মধুপুর রোডের একধারে ৩৪ নং জাতীয় সড়কের পাশে পুজো তাই চরম সতর্কতা বজায় রাখতে হয়। প্রচুর ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়। বড় গাড়ি যায়, তাই লম্বা করে ব্যারিকেড করে দেওয়া হয়। দর্শনার্থীদের সহযোগীতা করা হয় যাতে কেউ সমস্যায় না পড়েন।