নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যাশা মতো জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার উলভসের বিরুদ্ধে প্রায় গোঁটা ম্যাচেই সিটির দাপট বজায় ছিল। ম্যাচ শুরু হওয়ার প্রথম মিনিটেই হয় গোল।
জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এর্লিং হালান্ড। দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেছেন ফিল ফডেন।