নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ১১ হাজার ১৫৫ ফুট উঁচু লাদাখে ম্যারাথন দৌড়ে প্রথম হলেন NVF কর্মী শ্যামাপদ দাস! তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। দৌড়টা কোনোভাবেই সহজ ছিল না। এই দৌড় না ছিল সমতলে, না ছিল শহরাঞ্চল এলাকায়। এই দৌড় ছিল সম্পূর্ণভাবে ১১ হাজার ১৫৫ ফুট উঁচু লাদাখে। এই দৌড়ে অংশ গ্রহণ করা দেশ-বিদেশের ২০ জন প্রতিযোগীকে হারিয়ে প্রথম হন মেদিনীপুরের শ্যামাপদ দাস। ৫১ বছর বয়সের এই পেশায় NVF কর্মী শ্যামাপদ দাসের স্বপ্নই হল দৌড়ানো। মেদিনীপুর কলেজ মাঠ , জামতলার বাগান, তেঁতুলতলার মাঠ-সহ সব এলাকায় চষে ফেলা। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন দৌড়ানো।
এক সময় বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাঁর ঝুলিতে এসেছে সেরার শিরোপা। স্বপ্ন ছিল ম্যারাথনে দৌড়ানো। আর তাই গত ১১ সেপ্টেম্বর লাদাখে অনুষ্ঠিত হওয়া এই ম্যারাথন দৌড়ে অংশ নেন শ্যামাপদ দাস। মোট ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম হয়ে জেলার নাম উজ্জ্বল করলেন তিনি। এই ৪২ কিলোমিটার দৌড়াতে তাঁর সময় লেগেছে তিন ঘন্টা ৪৮ মিনিট। তবে দৌড়ানোটা খুব একটা সহজ ছিল না বলে তিনি নিজে জানিয়েছেন। দেশ-বিদেশ মিলিয়ে কুড়িটি দেশের প্রতিযোগীদের নিয়েই এই প্রতিযোগিতা হয় ভূস্বর্গ লাদাখে। সেই পঞ্চাশ বছর ঊর্ধ্ব শ্যামাপদ দাসকে সম্বর্ধনা দিল তরুণ সংঘ ক্লাব। এদিন দৌড়বিদ জানান, "ভাবিনি কোনোদিন এভাবে ১১ হাজার ১৫৫ ফুট উঁচুতে ম্যারাথন দৌড়ে নামতে পারবো। লাদাখে যখন পৌঁছাই তখন ওখানে সবাই আমাকে বলেছিল আপনি পারবেন না, বাড়ি ফিরে যান। কিন্তু মন থামেনি। তাই সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে প্র্যাকটিস করা শুরু করি এবং সর্বশেষে সেই প্র্যাকটিসের জন্য এই ৪২ কিলোমিটার দৌড়াতে সক্ষম হয়েছি।"