নিজস্ব সংবাদদাতা : বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের (IB) কাছে পশ্চিমবঙ্গের মালদা জেলায় ৩৯,২৯,০০০ মূল্যের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বলে খবর বিএসএফ সূত্রে।বর্ডার আউট পোস্ট সুখদেবপুরে নিযুক্ত সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে বিএসএফের ৭০ ব্যাটালিয়ন সৈন্যরা শুক্রবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্তে (আইবি) ৩৫৯টি মোবাইল ফোনের পাচার আটকেছে।বিএসএফ গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত সঠিক তথ্যের ভিত্তিতে ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।বিএসএফ সূত্রে আরো জানা যায়, বর্ডার আউট পোস্ট সুখদেবপুরের সৈন্যরা লক্ষ্য করেছে যে ১০ থেকে ১২ জন সন্দেহভাজন চোরাকারবারী সেখানে পৌঁছোয়, বান্ডিল নিয়ে বেড়ার দিকে এগিয়ে যেতে থাকে। সৈন্যদের দিকে এগিয়ে আসতে দেখে পাচারকারীরা ঘন অন্ধকার ও ঝোপঝাড়ের সাহায্যে পালিয়ে যায়।এর পরে জওয়ানরা একটি বিশেষ অনুসন্ধান অভিযান শুরু করে, তল্লাশির সময় বেড়ার কাছে মাটির গর্তে আটটি ব্যাগ উদ্ধার করা হয়েছিল।
উদ্ধারকৃত ব্যাগ খুলে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন পাওয়া গেছে। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৩৯,২৯,০০০ টাকা। বিএসএফের তথ্য অনুযায়ী, এই চোরাচালানের সঙ্গে জড়িত অনেক ভারতীয় চোরাকারবারীর নাম সামনে এসেছে, যারা এই চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। বৈষ্ণবনগর থানায় ওই সকল পাচারকারীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং বাজেয়াপ্ত মোবাইল ফোনগুলিও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।