নিজস্ব সংবাদদাতাঃ বিগত দুবছরের করোনাকালীন পরিস্থিতি আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। করোনার জন্য সারা বিশ্বে জীবনযাত্রার ধরনে খানিক পরিবর্তন ঘটেছে। তবে দুবছরের যুদ্ধপথ অতিক্রম করে জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়েছে। তাই বাঙালির দুর্গাপূজাতেও আর কোনও বাধা নেই। হাতে মাত্র আর কটা দিন পরেই দেবী দুর্গা মর্ত্যে আসবেন। তারই প্রস্তুতি চলছে পাড়ায় পাড়ায়। প্রায় সব পুজো কমিটিগুলোতে এখন সাজো সাজো রব। প্রতি বছরের ন্যায় এ বছরও নিজেদের থিমে চমক রেখেছেপদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন। এবারে তাঁদের থিম হল 'নায়াগ্রা জলপ্রপাত'।
আর এবারের থিম 'নায়াগ্রা জলপ্রপাতের' প্রস্তুতি চলছে তিনমাস ধরে, প্রায় ৫০ ফুট উচ্চতার। পুরো মণ্ডপটি সাজবে বাঁশ এবং ফাইবার দিয়ে। অর্থাৎ আমরা যদি এককথায় বলতে যায় তবে, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন পূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দ কলকাতার মানুষকে এক অনন্য মণ্ডপের উপহার দিতে প্রস্তুত হচ্ছে।